মো. আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:: আজ ২৯ (সেপ্টেম্বর) ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে দীর্ঘ দেড় বছর পর মডেল থানা চত্বরে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
কোটচাঁদপুরের সর্বস্তরের জন সাধারণ কে নিয়ে খোলামেলা মত বিনিময় সভায়, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন,এবং মাদকে না বলি।
শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব, মুনতাসিরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোয়াইমিনুল ইসলাম (কোটচাঁদপুর সার্কেল)। আরো উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, শরিফুন্নেছা মিকি, পৌর মেয়র, শহিদুজ্জামান সেলিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈনউদ্দীন আহম্মেদ। পরিচালনা করেন, ওসি তদন্ত ইমরান আলম। বক্তারা বলেন আমরা কোটচাঁদপুর বাসী শান্তিতে বসবাস করতে পারছি, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ জনগনের অনুকূলে আছে।