মো. আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বাসীর আয়োজনে পৌরসভার হোল্ডিং ট্যাক্স সহ সকল উন্নয়ন মূলক নাগরিক সেবা প্রদানের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫শে সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর পোষ্ট অফিস মোড় চত্বরে প্রাক্তন শিক্ষক হাজী আব্দুল মজিদ খাঁন এর সভাপতিত্বে ও পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উম্মক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম।
এছাড়া আরও বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মাজেদ,সাংবাদিক কামাল হাওলাদার, উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল ইসলাম, মহসিন প্রফেসর,নান্নু প্রফেসর প্রমুখ।
অনুষ্ঠানে আগত ৩নং ওয়ার্ডের বিভিন্ন নাগরিকদের প্রশ্নের উত্তর দেন মেয়র মহোদয় ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর।
বক্তব্যে পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম সকল নাগরিকদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা কেউ গুজবে কান না দিয়ে সরাসরি পৌরসভায় আসুন,আলোচনা করে আপনাদের সকল প্রকার নাগরিক সেবা গ্রহন করুন।
অনুষ্ঠান সঞ্চালনার সময় পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন বলেন, আমার নির্বাচনী ওয়ার্ডের সকল প্রকার উন্নয়ন মূলক নাগরিকের সেবা প্রদানে সর্বাত্তক কাজ করে যাবো, এবং সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।
এসময় ৩নং ওয়ার্ডের সকল জনসাধারণ, স্থানীয় সুধীজন ও বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।