ঢাকাThursday , ১৬ সেপ্টেম্বর ২০২১

ঝিনাইদহ কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে রিকশা চালকের আত্মহত্যা

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৭:৩৫ অপরাহ্ন
Link Copied!

মো. আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:: ঝিনাইদহের কোটচাঁদপুরে আব্দুল জলিল মন্ডল (৫৬) নামে এক রিকশা চালকের গলাই ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে পৌরসভার রুদ্রপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের লিচু বাগান থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। আব্দুল জলিল বাজেবামদাহ গ্রামের মৃত আলী সরকারের ছেলে।পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের ছোট ছেলে আবু সাইদ জানান, গতকাল রাত ১১ টার দিকে আমার পিতা ঘরেই ছিলো।আমরা ঘুমিয়ে যাওয়ার পড়ে কখন ঘর থেকে বেরিয়েছে সেটা আমরা জানিনা। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিতা ঘরে নেই।

এসময় আমার ছোট বোন বাড়ির পাশে লিচু বাগানে ছাগল রাখতে গিয়ে দেখে একটি গাছে গলায় দড়ি দিয়া অবস্থায় আমার পিতার মৃতদেহ ঝুলছে। ছোটবোন বাড়িতে এসে খবর দিলে আমরা তখন ছুটে যায়।

এবিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ, মঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত শেষ না হাওয়া পর্যন্ত এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না হত্যা না আত্মহত্যা।