জামিল রানা তালুকদার, বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে খসরু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন।
২৫ শে সেপ্টেম্বর শনিবার রাত ৮ টায় উপজেলার জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খসরু মিয়া মৃত আলতাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত খসরু মিয়া তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী রাজা মিয়া’র মালিকানাধীন ডোবায় পানি সেচ দিয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে মজু মিয়া (৪৫) তাকে বাঁধা দেয়।
এতে তিনি একই গ্রামের মুরব্বি আতাফুল নামের ব্যক্তির কাছে মাছ ধরতে বাঁধা দেওয়ায় বিষয় নালিশ দেন। নালিশ দিয়ে খসরু মিয়া নিজ বাড়িতে আসার পথে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে সংঘবদ্ধ হামলা চালায় একই গ্রামের মজু মিয়া,ফয়জুল, আনিছুল ইসলাম, সাজু, পাবেল, জুবেল, রুবেল, সাহেল, আবুল হোসেন।
হামলাকারীরা রামদা ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি শরীরে ও মাথায় আঘাত করে।ঘটনাস্থলের পাশ্ববর্তী নিহত খসরু মিয়ার বসতঘর হওয়ায় মারধরের চিৎকার শুনে তার ছেলে তাজবীর হোসেন(১৫)তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে।আহত বাবা ও ছেলেকে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক খসরু মিয়াকে মৃত ঘোষণা করে। ছাতকে একটি হত্যা মামলা দায়ের কার হয়।।l
থানা পুলিশ এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে। তারা হচ্ছেন— একই গ্রামের আবুল হোসেনের স্ত্রী শফিকুন নেছা ও আব্দুল নুরের ছেলে শফিকুন নুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি শেখ নাজিম উদ্দিন।