চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ১ – News Portal 24
ঢাকাSunday , ২৬ সেপ্টেম্বর ২০২১

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ১

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১২:২৬ অপরাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আনোয়ার হোসেন (৫৬) নামে একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া এলাকার বাসিন্দা। তিনি সরিষাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক হিসাবে কর্মরত আছেন।

এ বিষয়ে গফরগাঁও জিআরপির এসআই শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের আউটার সিগনাল এলাকায় ধীরগতিতে আসার সময় বস্তি এলাকা থেকে কেউ পাথর নিক্ষেপ করে। পাথরটি আনোয়ার হোসেনের কপালে লেগে সামান্য ফেটে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ওই এলাকায় অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো শিশু হয়তো পাথর নিক্ষেপ করতে পারে। তবে, এমন ঘটনা যেন আর না ঘটে। সে জন্য আমরা স্টেশন এলাকায় নিয়মিত অভিযান চালাব।

আনোয়ার হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুনঃ  প্রবাসী কামালপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র প্রতিবন্ধীকে অটোরিক্সা বিতরণ