চট্টগ্রামে বালতির পানিতে পড়ে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু – News Portal 24
ঢাকাFriday , ১৭ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রামে বালতির পানিতে পড়ে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৯:৫৪ পূর্বাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে হামিদুর রহমান আয়াত নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

সে ওই এলাকার মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরের খাবার শেষে আয়াতের মা তাকে নিয়ে বিছানায় শুতে যান। মায়ের চোখে তন্দ্রা মতো এলে আয়াত বিছানা থেকে নেমে ওয়াশ রুমে চলে যায়।

সেখানে পানি ভর্তি বালতি ধরে দাঁড়াতে গেলে সে উপুড় হয়ে বালতির পানিতে পড়ে যায়। মায়ের তন্দ্রা কেটে যাওয়ার পর আয়াতকে খুঁজতে গিয়ে দেখেন সে বালতির পানিতে উপুর হয়ে পড়ে আছে।

তড়িগড়ি আয়াতকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে মা বাবা আহাজারি করছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।