মো. আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:: ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর বাজেট ও সাম্প্রতিক ভ্যাট-ট্যাক্স নির্ধারনের যৌক্তিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ (২৯ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৪টার সময় কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, তিনি পৌর কর ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন- প্রগতিশীল নাগরিক সমাজের সাধারন সম্পাদক শরিফুজ্জামান আগা খাঁন ও সাংগঠনিক সম্পাদক এ কে এম হামিদুল হক রিপন, উপদেষ্টা বদিউজ্জামান বদি, বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া, জাতীয় ছাত্র সমাজের সেন্টার কমিটির নির্বাহী সদস্য রশিদুল ইসলাম রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।