ঢাকাTuesday , ৭ সেপ্টেম্বর ২০২১

কালীগঞ্জে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত 

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ৭, ২০২১ ৫:০৯ অপরাহ্ন
Link Copied!

হাফিজার রহমান বাপ্পী, কালীগঞ্জ উপজেলা, লালমনিরহাট:: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল,মাদক ছেড়ে মাঠে চল- এই স্লোগান কে সামনে রেখে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মনিরাবাদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম‍্যাচ।

খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক মনিরাবাদ ফুটবল একাদশ বনাম চাপারহাট ফুটবল একাদশ, তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে দুই (২) – শূন্য (০) গোলের ব‍্যাবধানে চাপারহাট ফুটবল একাদশ জয়লাভ করে। বিশিষ্ট সমাজসেবক শাহজাদা সেলিম এর সভাপতিত্বে খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব জাহাঙ্গীর আলম বিপ্লব, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ মদাতী ইউনিয়ন শাখা; আশরাফুল ইসলাম রাজু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, আ: হাকিম, সমাজ সেবক; উমা শংকর রায়, সমাজ সেবক।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ছোবল থেকে রক্ষা পেতে খেলাধুলার বিকল্প নেই।

খেলায় ধারাভাষ‍্য দেন, নুর হোসেন বাবু ও এইচ আর বাপ্পী। খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার প্রধান করা হয়।