ইউনিয়ন পরিষদ নির্বাচন : মহেশখালী ও কুতুবদিয়ায় সংঘর্ষে নিহত ২ – News Portal 24
ঢাকাMonday , ২০ সেপ্টেম্বর ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচন : মহেশখালী ও কুতুবদিয়ায় সংঘর্ষে নিহত ২

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২০, ২০২১ ২:২৭ অপরাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বেশকিছু এলাকায় সংঘর্ষ হয়েছে। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় নির্বাচনী সংঘর্ষে নিহত হয়েছে ২ জন। আর খুলনায় ককটেল বিস্ফোরণে আহত হয়েছে ৪ জন।

সোমবার সকালে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আবুল কালাম।

আর গুলিবিদ্ধ হয়ে নারীসহ ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে দুপুরে কুতুবদিয়ার বড়ঘোপ পিলটকাটা কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আওয়ামী লীগের এক এজেন্ট। এছাড়া, খুলনার দীঘলিয়ার বারাকপুর ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আহত হয় উভয় পক্ষের ৪ জন।

ফেনীর সোনাগাজীতে জোর করে ভোট নেয়ার অভিযোগে একজনসহ বহিরাগত ৮ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে নোয়াখালীর জাহাজমারা ও বুড়িরচর ইউনিয়নে কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেছে আওয়ামী লীগ প্রার্থীরা।

এছাড়া জেলার চর ঈশ্বর, সোনাদিয়া, নিঝুম দ্বীপ ইউনিয়নে কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। এর আগে গতকাল রাতে মোংলার চাঁদপাই ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে নিহত হন একজন।