অনেক আগে থেকেই শুনি “Content is the King” আমি নিশ্চিত আপনি ও শুনেছেন।
আসলে না, Content king নয়। তাহলে কে ?? “You are the king and your website is your entire kingdom!” আর ওয়েবসাইটের সব কিচুই সমান ভাবে গুরুত্বপূর্ণ।
আজকে আমি আর্টিকেল রাইটিং নিয়ে লিখার চেষ্টা করব। আমার ওয়েবসাইটের আল্টিমেট গোল হল সেল। একজন সাধারণ ভিজিটরকে বায়ারে কনভার্ট করে আমার কন্টেন্ট। সো, কন্টেন্ট এর কোয়ালিটি নিয়ে কোন কম্প্রোমাইজ করা যাবে না।
নিজে লিখতে চাইলে কিছু গাইডলাইন প্রয়োজন। আসা করি এ লিখা থেকে কিছু ভ্যালু আপনি পাবেন।
শুরুতেই Headline
আপনার কন্টেন্ট এর হেডলাইনেই আপনার কন্টেন্টে কি আছে তার স্পষ্ট ধারনা থাকতে হবে। অন্যথায় রেঙ্ক করার পরেও লো CTR এর জন্য রেঙ্ক ফল করবে।
হেডলাইনকে ক্লিকএবল করার জন্য HeadLine analyzer টুলটি ব্যবহার করতে পারেন, এটি নিয়ে বিস্তারিত জানতে এ ব্লগ গুলো পরতে পারেন। অথবা কিছু টেম্পলেট ব্যবহার করতে পারেন। যেমন- Here is a Method That is Helping [blank] to [blank]
The One Skill that Makes an [Target Audience Keyword]
The [Number] Benefits of [Keyword]
সম্পূর্ণ লিস্ট এখানে রয়েছে, কপি করে রাখতে পারেন।
টাইটেলের পরেই Introduction এটি যদি কম্পেলিং না হয় আপনার ভিজিটর ওখান থেকেই ব্যাক করবে। এজন্য সাইটের ভাউঞ্চ রেইট বেড়ে যাবে । Needless to say it will also fall your ranking.
রাইটিং গাইডলাইন
১/ কনভারসেসনাল ভাবে লিখুন। প্রশ্ন করুন ।
২/ “You” ওয়ার্ড টি বেশী ব্যাবহার করুন।
৩/ Sentence ছোট রাখুন।
৪/ কমন শব্দ ব্যাবহার করুন, যেগুলো প্রতিদিন ব্যাবহার হয়।
৫/ সাব হেডিং ব্যাবহার করুন।
৬/ প্যারাগ্রাফ ছোট রাখুন।
৭/ বুলেট বা নাম্বার ব্যাবহার করুন।
৮/ যখন প্রোডাক্ট রিভিউ লিখবেন, সেলসম্যান এর মত কথা না বলাই শ্রেয়। তাদের কে বুঝান আপনি একজন এক্সপার্ট, বিক্রেতা না।
৯/ সবাই Pros and Cons দেয়। আমি Solutions of Cons গুলো ও এড করার চেষ্টা করি। এতে কনভার্সন বাড়ার সম্ভাবনা রয়েছে।
১০/ একটিভ ভয়েসে লিখুন, পেসিভ যতটুকু সম্ভব পরিহার করা ভাল।
১১/ Keyword Density নিয়ে খুভ Concerned হউয়ার প্রয়োজন নেই। নেচারালি লিখে যান।
১২/ Meta description এ ব্লগ নিয়ে সুন্দর করে লিখুন।এখানে টার্গেট কি ওয়ার্ড রাখতে পারেন।
১৩/ সাইটের অন্যসব পেইজে ইন্টারনাল লিঙ্ক দিন। যখন প্রয়োজন হয়।
১৪/ অথরিটি সাইটে এক্সটারনাল লিঙ্ক দিন।
১৫/ মাল্টিমিডিয়া আইটেম ব্যবহার করুন। ইমেইজ, ইনফোগ্রাফিক, ভিডিও, অডিও। ইমেইজ আপলোড করার সময় অপ্টিমাইজ করে সাইজ কমিয়ে নিবেন। টুল TinyPng.
১৬/ কন্টেন্ট লং ( ১৫০০ ওয়ার্ড +) হলে ভাল।
১৭/ এফিলিয়েট লিঙ্ক অতিরিক্ত ব্যাবহার করা যাবে না।
১৮/ প্রয়োজন মনে হলে শব্দ bold করতে পারেন ।
ইনফরমেটিভ আর্টিকেল সেম্পল
http://www.savethestudent.org/make-money/10-quick-cash-injections.html
রিভিউ আর্টিকেল সেম্পল
http://www.switchbacktravel.com/best-dslr-cameras
http://www.consumerreports.org/convertible-car-seats/5-top-rated-convertible-car-seats/
আমি কিভাবে লিখি
প্রথমে টার্গেট কি ওয়ার্ড গুগোলে সার্চ দেই। প্রথম ১০ টা রেজাল্ট নোট করে সব পড়ে ফেলি। নিশের অন্যসব কমুনিটি ফোরাম, ফেইজবুক গ্রুপ, কোয়ারার মত সাইটে দেখি এ নিয়ে আমার অডিয়েঞ্চ কিরকম প্রস্ন করে এবং উত্তর দেয়। কিছু গুরুত্বপূর্ণ মনে হলে নোট করে রাখি।
তারপর, রিলেভেন্ট কি ওয়ার্ড খুজে বের করি , এগুল গুগলের রেজাল্ট পেইজের নিচে কিছু সাজেশনে পাবেন। তারপর কিছু LSI keyword নোট করি। LSIgraph টুল ব্যাবহার করি অনেক সময়।
তারপর ছোট ছোট প্যারাগ্রাফ লিখি।
টাইটেল, H1 tag, 1st paragraph, Conclusion এগুলো তে ন্যাচারালি কি ওয়ার্ড ব্যাবহার করি।
লিখা শেষে পুনরায় আর্টিকেল টি পড়ি এবং Proofreading এর বেপারে আমার ফ্রেন্ড (Native) আমাকে হেল্প করে।
এখন আমি ছবি, ইনফোগ্রাফিক বা অন্যান্য মাল্টিমিডিয়া কালেক্ট করি।
Copyright Free Images here
https://pixabay.com/
https://stocksnap.io/
https://unsplash.com/
https://www.brusheezy.com/
Infographic নিজে করতে চাইলেই টুলগুলো দেখতে পারেন
https://www.canva.com/login
Resources
https://www.amztracker.com/blog/not-secret-secret-copywriting-tips-amazon-listing/
http://backlinko.com/seo-copywriting
http://www.robbierichards.com/seo/seo-copywriting/
https://plugingroup.com/10-seo-copywriting-tips-best-practices-2017/
Thanks to all
Hope you’ll also share your findings, let’s learn together.
I apologize for any mistakes.