ঢাকাWednesday , ১৫ সেপ্টেম্বর ২০২১

আদালতে হাজিরা দিতে গিয়ে যে বার্তা দিলেন পরীমণি!

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ১৫, ২০২১ ২:১৯ অপরাহ্ন
Link Copied!

বিনোদন প্রতিবেদক:: গেল ১ সেপ্টেম্বর মাদক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সেদিন রাণীর বেশেই কারাগার থেকে বের হোন তিনি।

বের হওয়ার সময় কারাফটকে তিনি উপস্থিত জনতাকে হাত তুলে শুভেচ্ছা জানান। সে হাতে মেহেদিতে লেখা ছিল, ‘ডোন্ট ডোন্ট লাভ মি বিচ।’

সেদিন এমন বার্তা দিয়ে প্রশংসিত হয়েছেন অনেকর কাছে। তার দৃঢ়চেতা স্বভাবের ভাবমূর্তি ফুটে উঠেছে সবার কাছে। তবে কারাগার থেকে এমন ভাবে বের হওয়াতে সমালোচনাও করেছেন কেউ কেউ। সে সমালোচনায় কান দেননি ঢাকাই ছবির এ নায়িকা।

একই মামলায় হাজিরা দিতে বুধবার বেলা ১১টার দিকে আদালতে হাজির হন পরীমণি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে তিনি উপস্থিত হয়ে হাজিরা দেন তিনি।

আজও হাতে মেহেদিতে লেখা নতুন বার্তা দিলেন তিনি। এবার তিনি লিখলেন, ‘ফাক মি মোর’।

আজ ১৫ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে যান তিনি। এসময় তার হাতে দেখা যায় এ লেখা। আগেরবারের মতোই এবারের লেখাটিও নজর কেড়েছে সবার। হচ্ছে সমালোচনাও। পরীর ঘনিষ্টজনরা জানিয়েছেন, এ লেখায় তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে কাকে কি উদ্দেশ্যে সেই চ্যালেঞ্জ তা জানা যায়নি।

অপরদিকে এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন।