জুলফিকার আলী সম্রাট, নিজস্ব প্রতিনিধি:: “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হত বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই”।
বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া এই গানের শুরে নওগাঁয় বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৫ আগষ্ট রবিবার সকাল ৯টায় নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।
পরে ১০:৩০ টায় মুক্তির মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মহিলা আওয়ামীলীগ নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার,সিনিয়র সহ সভাপতি সোমা মজুমদার সাধারণ সম্পাদক লিপি সাহা সহ জেলা মহিলা লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যার কারনে বাংলাদেশে একটি কালো অধ্যায় সৃষ্টি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ধীরে ধীরে সোনার বাংলা হিসেবে গড়ে উঠেছে। দেশ হয়েছে ক্ষুদা ও দারিদ্র মুক্ত। বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তি প্রদানের মাধ্যমে বাঙ্গালী জাতীকে কলঙ্কমুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে সকলকে কাজ করার জন্য আহবান জানান তারা।