সিলেটের জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩ – News Portal 24
ঢাকাWednesday , ১৮ অগাস্ট ২০২১

সিলেটের জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

নিউজ পোর্টাল ২৪
অগাস্ট ১৮, ২০২১ ৬:৫৫ অপরাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগে একটি মাইক্রোবাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই একজন মারা যান বলে জানিয়েছে পুলিশ।

ওই দুর্ঘটনায় সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬) নিহত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাস সিলেট ট ১১-০৫২২ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে ৭ জনকে উদ্ধার করেন। এরমধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু ঘটে। পরে সিলেট নেবার পথে আরও একজন মৃত্যুবরণ করেন।

নিহত আহতদের পরিচয় সনাক্ত করতে পারেননি স্থানীয়রা। এদিকে খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ও গাড়ী উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে গাড়ীতে মোট কয়জন ছিলেন তা সঠিক করে জানা যায়নি।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু