সিলেটের কোম্পানীগঞ্জে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছে তরুণী জেসমিন আক্তার। পাঁচদিন ধরে তার খোঁজ মিলছে না। এ ব্যাপারে পাড়ুয়া মাঝপাড়া গ্রামের আছকর আলী তার মেয়ে নিখোঁজের তথ্য জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরিতে আছকর উল্লেখ করেন, তার মেয়ে জেসমিন আক্তার ২১শে আগস্ট রাত ১২টা পর্যন্ত ঘরেই ছিল। ভোর ৬টায় ঘুম থেকে ওঠে তাকে আর ঘরে পাওয়া যায়নি। রাতের কোনো এক সময়ে সে নিখোঁজ হয়। এরপর প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়ে কোথাও জেসমিনের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ২২শে আগস্ট জেসমিনের বাবা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, মেয়ের বাবা সাধারণ ডায়েরি করেছেন। এর প্রেক্ষিতে আমরা দেশের সকল থানায় বার্তা পাঠিয়েছি। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।