মহেশখালীতে বহুল আলোচিত ডজন মামলার আসামী ফিরোজ গ্রেফতার – News Portal 24
ঢাকাThursday , ২৬ অগাস্ট ২০২১

মহেশখালীতে বহুল আলোচিত ডজন মামলার আসামী ফিরোজ গ্রেফতার

নিউজ পোর্টাল ২৪
অগাস্ট ২৬, ২০২১ ৫:৪২ অপরাহ্ন
Link Copied!

মো. সাহাব উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি:: মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের আলোচিত সন্ত্রাসী ফিরোজ খানঁ (৩৪) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

আটক ফিরোজ উপজেলার হোয়ানক মোহরাকাটা এলাকার মোহাম্মদ জালাল আহমদের ছেলে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় দিকে মহেশখালী থানার ওসির নেতৃত্বে এএসআই জাহিদ ও এএসআই টিপু সঙ্গীয় ফোস নিয়ে অভিযান চালিয়ে কুতুবজোম থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

আটক ফিরোজের বিরুদ্ধে দ্রুত বিচার, মাদক, হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

অপরদিকে খুব অল্প বয়সে তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত হলে ও হতদরিদ্র কাছে তার গ্রহণযোগ্যতা থাকায় তিনি বিভিন্ন সময় ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা ও করেছেন বলে জানাগেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাই জানান, আটক ফিরোজ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  শোক দিবস পালনে অনীহা, জাতীয় পতাকা অবমাননা