ঢাকাThursday , ২৬ অগাস্ট ২০২১

বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

নিউজ পোর্টাল ২৪
অগাস্ট ২৬, ২০২১ ৩:৫২ পূর্বাহ্ন
Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।

বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‌্যাব-১২ প্রধান কার্যলয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত কাভার্ড ভ্যান চালক মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকার হুচাইপ্রু মারমার ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে ঢাকাগামী কাভার্ড ও নাটোরগামী যাত্রীবাহি বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে র‌্যাব-১২ প্রধান কার্যলয়ের সামনে মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক মংওয়াইচিং মারমা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় চালকের সহকারীসহ ৫ জন আহত হয়েছে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস- কাভার্ড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে।