ঢাকাSaturday , ২৮ অগাস্ট ২০২১

ফুলবাড়িতে মাদক বিরোধী অভিযানে আটক-৩

নিউজ পোর্টাল ২৪
অগাস্ট ২৮, ২০২১ ৫:৪১ পূর্বাহ্ন
Link Copied!

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৩ কেজি ১শ’ গ্রাম গাঁজা এবং ৩০ বোতল নেশা জাতীয় ভারতীয় স্কাফ মাদকসহ মোট ৩ চোরাকারবারি আটক হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৫০), ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের আঃ হান্নানের ছেলে লাভলু মিয়া(২৮) ও রংপুর জেলার কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের হায়দার আলীর ছেলে শরিফ হোসেন (২৩)। শনিবার সকালে আটককৃতদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একদল পুলিশ দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ী থেকে গাঁজা গুলো উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করে। অন্যদিকে একই রাতে ফুলবাড়ী টু বালারহাট সড়ক থেকে শরিফ হোসেনকে এবং নিজ বাড়ী থেকে লাভলু মিয়াকে স্কাফ মাদকসহ আটক করে ফুলবাড়ী থানা পুলিশের অপর একটি অভিযানিক দল।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।