আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক:: ধামরাইয়ে গাছ পুড়িয়ে উৎপাদিত হচ্ছে কয়লা, নির্বিচারে বৃক্ষনিধন ও কয়লা উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, দেখা যায় শত শত গাছের গুড়ি পাশে জলছে বড় বড় চুল্লিতে গাছ পুড়িয়ে কয়লা তৈরীর কাজ।
ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকায় প্রভাব বিস্তার করে এমনি একটি কারখানার চালাচ্ছে কালাম ও নূরুল নামে দুই ব্যক্তি, সরেজমিনে গিয়ে দেখা যায়, লোকালয়ে, বসত বাড়ির সন্নিকটে এই সব কয়লা কারখানার,বিভিন্ন গাছ ব্যবসায়ীদের কাছ থেকে গাছের গড়ি সংগ্রহ করে প্রতি চুল্লিতে ২২০-২৩০ মণ গাছের গুড়ি ৯-১০ দিন পুড়িয়ে ৫ টি চুল্লিতে উৎপাদিত হচ্ছে এসব কয়লা।
এতে যেভাবে বৃক্ষনিধন হচ্ছে সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলে পরতে হচ্ছে বিভিন্ন শ্বাস কষ্টসহ নানান স্বাস্থ্য ঝুঁকিতে। আইনের ব্যবহার না থাকায় যত্রতত্র গড়ে উঠেছে এই সব অবৈধ কয়লা কারখানা, বৈধ কোনো কাগজ পত্র না থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব, সৃষ্টি হচ্ছে পরিবেশের বিপর্যয়।
এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এ বিষয় আমার কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই, তথ্য পেলে অতি দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।