ঝিনাইদহ কালিগঞ্জ কোলা ইউনিয়ন পরিষদে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশের সমাবেশ – News Portal 24
ঢাকাMonday , ৩০ অগাস্ট ২০২১

ঝিনাইদহ কালিগঞ্জ কোলা ইউনিয়ন পরিষদে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশের সমাবেশ

নিউজ পোর্টাল ২৪
অগাস্ট ৩০, ২০২১ ৮:১৬ পূর্বাহ্ন
Link Copied!

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ আজ ৩০ আগস্ট সোমবার সকাল ১০ ঘটিকার সময়, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ৩ নং কোলা ইউনিয়ন পরষদে। নারী নির্যাতন ও শিশু নির্যাতন ধর্ষণ অপহরণ কারী, ছিনতাইকারী, মাস্তান, চাঁদাবাজি, মাদক ও ঘুষ দুর্নীতি বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং কোলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব হোসেন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন, কোলা বাজার পুলিশ ক্যাম্পের এ,এস,আই,মোঃ ওয়াজ করুনি।

আরো উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কোলা ইউনিয়ন পরিষদের সাবেক ৯ নং ওয়ার্ড মেম্বার সদস্য মোঃ জালাল উদ্দিন, ও উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার সদস্য, মোঃ ইছাহক আলী বিশ্বাস।

সহ উপস্থিত ছিলেন, কোলা বাজার পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যগণ ও কোলা ইউনিয়ন পরিষদ এর (সচিব) মোঃ হাফিজুর রহমান ও কোলা ইউনিয়ন পরিষদের দফাদার, গ্রাম পুলিশ, আনসার, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নেতৃবৃন্দ।

আজকের এই মাদক বিরোধী সমাবেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন, ছিনতাইকারী ও ধর্ষণ, মস্তান ও চাঁদাবাজির বিরুদ্ধে বিট পুলিশের সমাবেশে বক্তব্য সবাই বলেন।