বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা ও কটুকথা বলে অপমান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি ও পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল তারাই জিয়াউর রহমানকে নিয়ে কটু কথা বলছেন।
রিজভী বলেন, গণতন্ত্রের সঙ্কটের যুগে কাজী নজরুলের লেখনি মানুষকে জাগিয়ে তোলে। বিএনপি নজরুলের জাগরণী লেখনির মতো দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে সংগ্রাম করে যাবে বলেও জানান। জাতীয়তাবাদী শক্তি দেশের অরাজকতা দূর করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে বলে জানান রিজভী আহমেদ।