ঢাকাFriday , ২৭ অগাস্ট ২০২১

গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন ‘নেটওয়ার্কের বাইরে’র অভিনয়শিল্পীরা

নিউজ পোর্টাল ২৪
অগাস্ট ২৭, ২০২১ ৭:২৭ পূর্বাহ্ন
Link Copied!

বিনোদন ডেস্ক:: সৌভাগ্যবশত অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এ প্রজন্মের চার অভিনয়শিল্পী। যারা একসঙ্গে অভিনয় করেছেন সম্প্রতি আলোচনায় আসা ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে। অভিনয়শিল্পীরা হলেন- শরিফুল রাজ, খায়রুল বাসার, নাজিফা তুষি ও জুনায়েদ বোগদাদী।

শুক্রবার (২৭ আগস্ট) রাত ৩টার রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে। শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।

আহতদের তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে চিত্রনায়ক শরিফুল রাজ, নাজিফা তুষি ও খায়রুল বাসার বর্তমানে সাধারণ কেবিনে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া জুনায়েদ বোগদাদী ও নাফিজ মোহাম্মদ ইসমাইল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তবে, নাফিজ মোহাম্মদ ইসমাইল ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্ম সংশ্লিষ্ট কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান অ্যাভিনিউতে ঢাকা মেট্রো গ ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারায়। গাড়িটিতে চালকসহ পাঁচ জন ছিলেন।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তাদের অভিনীত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই সিনেমায় কয়েকজন বন্ধুর সুন্দর সম্পর্ক এবং ঘুরতে গিয়ে করুণ পরিণতির গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে।