এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা – News Portal 24
ঢাকাTuesday , ৩১ অগাস্ট ২০২১

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা

নিউজ পোর্টাল ২৪
অগাস্ট ৩১, ২০২১ ৩:১৯ পূর্বাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: এবার পদ্মা সেতুর দুই ও তিন নাম্বার খুঁটির মাঝখানে একটি স্প্যানে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরির ধাক্কার লেগেছে। এতে ওই ফেরির মাস্তুল ভেঙে গেছে বলে জানা গেছে।

এর আগে গত ৯ আগস্ট পদ্মা সেতুর ১০নং পিলারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’র ধাক্কা দেয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে সঙ্গে ধাক্কা লাগে ওই ফেরির। তবে পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা জায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নং পিলারে আঘাত হানে ফেরি কাকলি। এর আগে ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন। ২৩ জুলাই সকালে সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতেও ২০ জন যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।