ইউএস ওপেনে খেলছেন না সেরেনা – News Portal 24
ঢাকাWednesday , ২৫ অগাস্ট ২০২১

ইউএস ওপেনে খেলছেন না সেরেনা

নিউজ পোর্টাল ২৪
অগাস্ট ২৫, ২০২১ ৮:৫৫ অপরাহ্ন
Link Copied!

স্পোর্টস ডেস্ক:: ইউএস ওপেন টেনিসে বড় বোন ভেনাস উইলিয়ামস খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। আর ছোট বোন সেরেনা উইলিয়ামস খেলবেন বলে প্রস্তুতি নিয়েও হলো না। বাড়ি ফিরতে হচ্ছে। পুরোপুরি সেরে না উঠতে পারায় চিকিত্সকদের পরামর্শে ইউএস ওপেনে খেলছেন না সেরেনা।

২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী ২৯ বছর বয়সি এই তারকা গত জুনে উইম্বলডনে প্রথম রাউন্ডে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। কিন্তু এত দিনেও সেরে উঠতে পারেননি।

সেরেনা বলেছেন, ‘আমার ডাক্তার আমাকে না খেলার পরামর্শ দিয়েছেন। আমি পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে ফিরতে চাই। তবে আমি খুব মিস করব এই খেলাটা। আমার প্রিয় শহরে খেলা হচ্ছে আর আমি সেখানে নেই। তার পরও বাইরে থেকেও খেলা উপভোগ করব।’ ২৯ আগস্ট শুরু ইউএস ওপেন।