রাষ্ট্রীয় মর্যাদায় চির‌বিদায় নি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা ‘আবু্ল হাসনাত’ - News Portal 24
ঢাকাSaturday , ১০ জুলাই ২০২১

রাষ্ট্রীয় মর্যাদায় চির‌বিদায় নি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা ‘আবু্ল হাসনাত’

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১০, ২০২১ ৪:১৪ অপরাহ্ন
Link Copied!

জুল‌ফিকার আলী সম্রাট, নওগাঁ প্রতিনিধি:: নওগাঁ জেলার সাপাহার উপ‌জেলায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত‌্যুকা‌লে তাঁর বয়স ছিল ৬৫ বছর (ইন্নালিল্লাহি………রাজিউন)।

তিনি সাপাহার উপ‌জেলার তিলনা ইউ‌নিয়‌নের চাঁচাহার গ্রা‌মের মৃত আব্দুর রউফ মাষ্টা‌রের বড় ছেলে ও কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্তর ঢাকা খামার বাড়ী ডাই‌রেক্টর প্লান কোয়া‌রেন্টাইন আ‌নোয়ার হো‌সেন এবং নওগাঁ আস্তান‌মোল্লা ক‌লেজের অধ‌্যক্ষ মাহবুুবুল ইসলাম এর বড় ভাই।

শ‌নিবার (১০ জুলাই) বি‌কেল ৫ টায় চাঁচাহার মাদ্রাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল‌্যাহ আল মামুন ও সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) আল মাহমুদ নওগাঁ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আলমগীর হো‌সেনের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।

পরে জানাজা শেষে চাঁচাহার দ‌ক্ষিনপাড়া মুক্তিযোদ্ধাদের নির্ধরিত গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৫ ভাই ও ৪ বো‌ন নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃ‌তের ছোট ভাই কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্তর খামার বাড়ী ডাই‌রেক্টর প্লান কোয়া‌রেন্টাইন আ‌নোয়ার হো‌সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত্রি ৪টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ গৃ‌হে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন।

তি‌নি ব‌লেন, আমার বড় ভাই আবুল হাসনাত জীবনবা‌জি রে‌খে মু‌ক্তিযু‌দ্ধে অংশ গ্রহন ক‌রে‌ছি‌লেন। ভাই বোন‌দের ম‌ধ্যে ছি‌লেন বড়। আমা‌দের জন‌্য তি‌নি অ‌নেক কষ্ট ক‌রে‌ছেন। আমি মাননীয় খাদ‌্য মন্ত্রীর মাধ‌্যমে মাননীয় প্রধান মন্ত্রী’র সদয় দৃ‌ষ্টি কামনা কর‌ছি তি‌নি যে‌নো আমার বড় ভাইয়ের একমাত্র ছে‌লের সরকারী চাকরীর ব‌্যবস্থ ক‌রেন।

এ সময় উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের পক্ষ থে‌কে নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামুন দাফন কাফন সম্প‌ন্নের জন‌্য পাঁচ হাজার টাকা প্রদান করেন।

উপ‌জেলা চেয়ারম‌্যান আলহাজ্ব শাহাজাহান হো‌সেন মন্ডল ব‌লেন, বীর মু‌ক্তিযোদ্ধা আব‌ুল হো‌সেন দীর্ঘদিন যাবৎ তিলনা ইউ‌নিয়‌নের মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডা‌রের দায়ীত্ব পালন ক‌রে আস‌ছি‌লেন। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাতের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকেে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, জেলা মু‌ক্তিযোদ্ধা সদস‌্য নজরুল ইসলাম, নওগাঁ জেলা আ’লী‌গ সদস‌্য আ‌মিন, উপ‌জেলা আওয়ামীলী‌গের আব্দুল মান্নান, ফজ‌লে রাব্বী, লিটন, শির‌ন্টি ইউ‌নিয়ন সভাপ‌তি আ‌মিনুল ইসলাম, তিলনা ইউ‌নিয়ন সহ সভাপ‌তি মোদা‌সসের রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আ‌নোয়ারুল ইসলাম সাংগঠ‌নিক সম্পাদক আবু তা‌লেব সরকার বাবু ও শ‌হিদুল ইসলাম সহ বি‌ভিন্ন দ‌লের রাজ‌নৈ‌তিক ব‌্যক্তিবর্গ ও হাজা‌রো মুস‌ল্লিগণ উপ‌স্থত ছি‌লেন।