মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক:: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার (২১ জুলাই) সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা।
ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদুল আজহা’র এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ, কোরবানি কবুল করে নেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং পশু কোরবানির মাধ্যমে অর্জিত প্রিয় ও মুল্যবান ঈমানী জজবা আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত করেন ইনশাল্লাহ।
ঈদের আনন্দে হৃদয় হোক পরিশুদ্ধ, মুছে যাক গ্লানি। আমাদের চেতনা হোক জনকল্যাণের হই সবাই সবার পরিপূরক। কোভিড-১৯ প্রতিরোধে সকলের সচেতনতা ও দেশের আইন মেনে চলা আবশ্যক।
প্রিয় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা বাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা, ঈদ মোবারক।
আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, অবিচল আনুগত্য ও আকুণ্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।
পবিত্র ঈদুল আজহা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সকলকে মহামারি প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনাগুলো আমাদের মেনে চলতে হবে।
তিনি বলেন, দেশব্যাপী এই করোনা সংক্রমণ পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন ও আয়-রোজগার বঞ্চিত হয়ে পড়েছেন। তাদের নিকটজন ও পরিবারের সদস্যদের ন্যূনতম চাহিদা পূরণ করা তাদের জন্য অনেকটা অসম্ভব হয়ে পড়েছে এবং অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় আত্মত্যাগ এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি হাসিলের বড় মাধ্যম।
উল্লেখ্য, ছোট মানিকা ৩নং ওয়ার্ডের মো. ইসমাইল খানের ছেলে সাকিবুল ইসলাম সজিব। তিনি মসজিদ মাদ্রাসা সাহায্যের হাত বাড়ি দেন, অসহায় মানুষের বন্ধু এলাকার এতিম গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতার করে সাধারণ মানুষের প্রাণ প্রিয় এক নাম ‘সাকিবুল ইসলাম সজিব ভাই’।
সজিব বলেন, আমার সাধ্যের মধ্য থেকে আমি মসজিদ-মাদ্রাসায় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ও আগামীতে আরো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন।
নিজে সুস্থ থাকতে এবং সবাইকে সুস্থ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান তিনি।