সীতাকুণ্ডে কোরবানীর গরুবাহী ট্রাকে ডাকাতের হানা, চালককে গুলি করে হত্যা – News Portal 24
ঢাকাFriday , ১৬ জুলাই ২০২১

সীতাকুণ্ডে কোরবানীর গরুবাহী ট্রাকে ডাকাতের হানা, চালককে গুলি করে হত্যা

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৬, ২০২১ ৫:১৭ পূর্বাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: সীতাকুণ্ডে কোরবানীর গরুবাহী ট্রাকে হানা দিয়ে গরু লোট করার চেষ্টাকালে বাধা দিলে চালক আব্দুর রহমানকে (৪৫) গুলি করে হত্যা করে ডাকাতরা।

নিহত আব্দুর রহমানের গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছা থানার চন্দা গ্রাম এলাকায়।

শুক্রবার ভোর রাতে উপজেলার ফৌজদারহাট- বায়েজিদ লিংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখনো কাওকে আটক করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘চালক আব্দুর রহমান মাগুরা থেকে ১৩টি কোরবানীর গরু বোঝায় করে ট্রাক নিয়ে চট্টগ্রামের বিবির হাটের উদ্দেশ্যে রওনা হন। এ সময় ট্রাকটি ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতু পার হওয়ার সময় একটি পিকাপে করে আসা ৭/ ৮ জনের একটি ডাকাত গরুবাহি ট্রাকটিকর গতিরোধ করে। এসময় ডাকাতদল গরু লোটের চেস্টাকালে চালক আব্দুর রহমান বাঁধা দিলে ডাকাতরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এসময় আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।’

ঘটনার বিবরণ দিয়ে চালকের সহকারী মো. ইব্রাহিম বলেন, ‘তাঁদের ট্রাকটি ৪ নম্বর সেতু পার হলে একটি পিকআপ ভ্যান তাঁদের গাড়ির গতি রোধ করে। এ সময় ট্রাকের বাঁ পাশে দুজন আর ডান পাশে দুজন দুর্বৃত্ত দাঁড়ায়। পরে একজন পিস্তল নিয়ে সামনে ওঠে। এ সময় চালক তাঁকে (ইব্রাহিম) জিজ্ঞেস করেছিলেন,কোথাও তিনি কোনো গাড়িকে চাপ দিয়েছিল কি না। না বলার পর চালক বুঝে যান ডাকাতের কবলে পড়েছেন।তখন গাড়ির দরজা-জানালা লক করে দিয়ে ডাকাতদের নিয়ে গাড়িটি টান দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালককে গুলি করে এক ডাকাত।’

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘৯৯৯–এ ফোন পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক আবদুর রহমানের লাশ উদ্ধার করেন।’

চালকের সহকারী ইব্রাহিম তাঁদের জানিয়েছেন, নোয়াখালী থেকে গাড়িটি বিবিরহাটের দিকে রওনা দেওয়ার সময় তাঁদের গাড়িটিকে অন্য একটি গাড়ি অনুসরণ করছিল। তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

এদিকে এ ঘটনায় কোনো গরু লুট হয়নি। চালক নিহত হওয়ার কারণে হত্যা মামলা হবে।