ডেস্ক রিপোর্ট:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) বিকেল থেকে বাকপ্রতিবন্ধী এক কিশোর নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই কিশোরের নাম রুহুল আহমেদ (১৩)।
সে উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের বশর মিয়ার ছেলে।
এদিকে, রুহুল আহমেদ নিখোঁজের পর থেকে ঈদের আনন্দে ভাটা পড়েছে তার পরিবারে।
দুশ্চিন্তায় সময় পার করছেন তার স্বজনেরা। ওই কিশোরের মামা রাকিব আলী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘তার বাকপ্রতিবন্ধী ভাগ্নে রুহুল প্রায় বিকেলে বাড়ির কাছাকাছি স্থানে পায়চারি করতো। ঘরে ফিরতো সন্ধ্যা নামার আগেই। প্রতিদিনের মতো আজ (বুধবার) বিকেলও বাড়ির বাহিরে হাঁটতে গিয়ে আর ফিরে আসেনি সে।’
অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনে একটি সাধারণ ডায়েরীও করবেন বলেও জানান তিনি।