ঢাকাWednesday , ৭ জুলাই ২০২১

সাপাহার পল্লী বিদ্যুৎ চেয়ারম্যান তাহের উদ্দিন এর জানাযার নামাজ সম্পন্ন

নিউজ পোর্টাল ২৪
জুলাই ৭, ২০২১ ৮:০৮ পূর্বাহ্ন
Link Copied!

জুল‌ফিকার আলী সম্রাট, স্টাফ রি‌পোর্টার:: নওগাঁর সাপাহার উপ‌জেলা পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তাহের উদ্দিন এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

তা‌হের উদ্দীন উপ‌জেলা যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক হারুন অর র‌শি‌দের পিতা।

বুধবার (০৭ জুলাই) বেলা ১১ টায় সাব-রেজিস্ট্রি অফিস চত্ব‌রে জানাজার নামাজ সম্পন্ন হয়।

জানাজার নামাজে সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সদর ইউ‌পি আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজার নামাজে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভব‌নে ইন্তেকাল করেন। মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৬০ বছর। এক ছে‌লে তিন মে‌য়ে নাতী নাতনী সহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন তি‌নি।

দীর্ঘ দিন থে‌কে তি‌নি পল্লী বিদ‌্যু‌ত স‌মি‌তির চেয়ারম‌্যা‌নের দায়িত্ব সততা ও নিষ্ঠার সা‌থে পালন ক‌রে এ‌সে‌ছেন। তার মৃত‌্যু‌তে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকেে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা