জুলফিকার আলী সম্রাট, নিজস্ব প্রতিনিধি:: নওগাঁর সাপাহারে স্ত্রী হত্যা মামলার মূল আসামী ঘাতক স্বামী সেলিম (২৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৩ জুলাই) ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ঘাতক স্বামী সেলিম কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গত ২৩ জুন উপজেলার মাষ্টারপাড়া এলাকার মাতৃছায়া ছাত্রাবাস থেকে সুমি (১৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন সুমীর স্বামী উত্তর পাতাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে সেলিম (২৫) পালিয়ে যায়। ওই দিন রাতে নিহত গৃহবধু সুমী’র বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মাহমুদ জানান, মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার কানসাট মনাকষা সাহাপাড়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে সেলিম কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ঘাতক স্বামী সেলিম কে জেল হাজতে প্রেরন করা হয়েছে সেই সাথে ৭ দিনের রিমান্ড-এর আবেদন করা হয়েছে বলেও ইন্সপেক্টর (তদন্ত) আল মাহমুদ জানিয়েছেন।