মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক:: লকডাউনে অসহায় মানুষ ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সাংবাদিক নুরে আলম পারভেজ।
গত ১২ জুলাই দিবাগত রাত থেকে শুরু করে এ পর্যন্ত ঢাকা কমলাপুর রেল স্টেশন গেটের সামনে থেকে ঢাকা মেডিকেল শাহবাগ হাইকোর্ট ও মৎস্য ভবন আট শতাধিক অসহায় ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সাংবাদিক নুরে আলম পারভেজ।
এ সময় তিনি বলেন, সরকার লকডাউনে কর্মহীন মানুষের মাঝে আমার ব্যক্তিগত রান্না করা খাবার বিতরণ করেছি। সামনের দিনগুলোতে আমি আমার সাধ্য পরিমাণ মত দান করবো। এ সমাজে যারা বিত্তবান রয়েছেন তারা এ মুহুর্তে অসহায় মানুষ পাশে দাঁড়ানো ও সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি।