সাংবাদিককে প্রাণনাশের হুমকী দিলেন কাজিপুর পৌরসভার মেয়র হান্নান – News Portal 24
ঢাকাFriday , ১৬ জুলাই ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিককে প্রাণনাশের হুমকী দিলেন কাজিপুর পৌরসভার মেয়র হান্নান

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৬, ২০২১ ৪:৩৬ অপরাহ্ন
Link Copied!

মারুফ সরকার, ঢাকা:: চলতি খরিপ-২ মৌসুমে সিরাজগঞ্জের কাজিপুর পৌর এলাকার ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য আপদকালীন প্রনোদনা হিসেবে বরাদ্দকৃত নাবি জাতের মিশ্র সার পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার স্বজনপ্রীতির মাধ্যমে তার নিজ নাম, তার আত্মীয়-স্বজন, ওয়ার্ড কাউন্সিলর ও এনজিও’র ব্যবস্থাপকসহ ভিআইপিদের নাম তালিকাভুক্ত করে তা বিতরণ করেন।

এতোদ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রকাশের জেরে মেয়র আব্দুল হান্নান তালুকদার ওই সাংবাদিককে মোবাইলে হুমকী দেন তিনি।

মেয়র হান্নান তালুকদারের মোবাইল কল-

সাংবাদিক : আসসালামু আলাইকুম।
মেয়র হান্নান : আমি হান্নান তালুকদার।
সাংবাদিক : হুম।
মেয়র হান্নান : আমার ব্যাপারে নাকি কি দিছো ?
সাংবাদিক : একটা নিউজ হয়েছে ভাই।
মেয়র হান্নান : কি নিউজ হইছে ?
সাংবাদিক : পৌরসভার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য নির্ধারিত আপদকালীন কৃষি প্রনোদনার নিউজ। সেখানে আপনার নাম আছে, কাউন্সিলের নাম আছে এই নিউজ।
মেয়র হান্নান : আমার কাউন্সিলর একজন কৃষক, আমিও কৃষক।
সাংবাদিক : হুম।
মেয়র হান্নান- আমার এইটা নিয়া এতো মাথা ব্যথা কেন?
সাংবাদিক : মাথা ব্যথা তো না।
মেয়র হান্নান : মাখামাখি করতেছা কেন ?
সাংবাদিক : এটা কোন মাখামাখি না ভাই।
মেয়র হান্নান : আমার নামে লেইখা আমার ভাবমুর্তি নষ্ট করতাছা ব্যাপারটা কি?
সাংবাদিক : বলেন ভাই।
মেয়র হান্নান : আমি একজন আর্দশ কৃষক।
সাংবাদিক : জ্বি।
মেয়র হান্নান : লেইখাতো কোন ….( অপ্রকাশ যোগ্য ভাষা) ফালাইতে পারবানা।
সাংবাদিকঃ জ্বি।
মেয়র হান্নান : কার কথা মতো লিখলা…… (অপ্রকাশ যোগ্য ভাষা) বাইড়া যদি সাংবাদিকতা ছাড়াই কি বালডা করবি ?
সাংবাদিকঃ এইটা বেশি বললেন ভাই।
মেয়র হান্নান : বেশি মানে তুমি কি?
সাংবাদিক : আমি কিছুই না।
মেয়র হান্নান : (অপ্রকাশ যোগ্য ভাষা)।
সাংবাদিক : আপনার কথা কিন্তু আমার ফোনে রেকর্ড হচ্ছে।
মেয়র হান্নান : রেকর্ড হলে কি হইবো, রেকর্ড করলে কি হইবো।
সাংবাদিক : বলেন ভাই, আমি শুনছি।
মেয়র হান্নান : তুই কি আবার পেপারে লেখবি, আমার হাত যে তোর…… (লেখা অপ্রকাশ যোগ্য ভাষা) উপরে উঠবে খেয়াল করছা ?
সাংবাদিক : আচ্ছা ঠিক আছে ভাই।
মেয়র হান্নান : ওই রকম…..(অপ্রকাশ যোগ্য ভাষা) সাংবাদিক আমি হান্নান তালুকদার গুনি না।
সাংবাদিক : ঠিক আছে।
মেয়র হান্নান : শালা রিপোর্ট উল্টা তারাতারি, নইলে তোর মাথা দিয়া আমি গোলাবালি খেলামু। শু*** বাচ্চা। কু*** বাচ্চা।….