শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন সপরিবারে করোনা ভাইরাস (কোভিড ১৯)-এ আক্রান্ত হয়েছেন।
১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, শারীরিক অসুস্থতা দেখা দেয়ায় ৩০ জুন (বুধবার) নমুনা পরীক্ষা দিলে ১ জুলাই (বৃহস্পতিবার) করোনা পজিটিভ আসে।
খোঁজ নিয়ে জানাযায়, করনো পজিটিভ হলেও তিনি শারীরিক ভাবে ভালো আছেন।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন নোয়াখালী জেলা পুলিশের পক্ষে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবাসহ জনসাধারনের কল্যানে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন।