ডেস্ক রিপোর্ট:: বরগুনার বামনা উপজেলার নিজআমতলী গ্রামে শাশুড়িকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগম (৫৫) নামের ওই নারীকে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার রাতে নিজআমতলী গ্রামের আ: লতিফ হাজীর প্রবাসী ছেলে সাইদুল ইসলামের স্ত্রী রেহানা বেগম এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটান।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘তার হাতুড়ির আঘাতে শাশুড়ি রোকেয়া বেগম (৫৫) মাথায় গুরুতর আঘাত পান। রোকেয়া বেগমকে আহত অবস্থায় প্রথমে বামনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে সেখান থেকে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার চিকিৎসার জন্য বরিশাল পাঠায়।’
এ ঘটনায় আহতের স্বামী আ: লতিফ হাজী জানান, ‘আমার ছেলে প্রবাসে থাকে। আমার পুত্রবধূ তার রুম খোলা রেখে চলে যায়। অনেক সময় ঘরটি খোলা থাকায় আমার স্ত্রী সেটি তালাদিয়ে আটকিয়ে রাখে।কিছু সময় পরে পুত্রবধূ এসে তার ঘর তালাবদ্ধ দেখে ক্ষিপ্ত হয়। পরে হাতুড়ি দিয়ে তালা ভাঙতে গিয়ে সে ক্ষীপ্ত হয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করে। এতে আমার স্ত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে।’
এ ব্যাপারে ওই পুত্রবধূর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বশিরুল আলম জানান, ‘পুত্রবধূ তার শাশুড়িকে হাতুড়ি পেটানোর ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবো।’ খবর নয়াদিগন্ত।