ঢাকাFriday , ২ জুলাই ২০২১

রাজাপুরে লকডাউনের দ্বিতীয় দিনে মোবাইল কোর্টে মামলা ও জরিমানা

নিউজ পোর্টাল ২৪
জুলাই ২, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ন
Link Copied!

স্টাফ রিপোর্টার, নবীন মাহমুদ:: ঝালকাঠির রাজাপুরে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে মাঠে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসন। সরকারের নির্দেশিত দোকানপাট ছাড়া খুলতে দেয়া হচ্ছেনা অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে বের হতে দেয়া হচ্ছেনা।

তার পরেও ঠুনকো অজুহাত দেখিয়ে বা কোন অজুহাত ছাড়া যারা ঘরের বাইরে বের হচ্ছেন অথবা সরকারের নির্দেশ অমান্য করার চেষ্টা করছেন যারা তাদেরকে আইনের আওতায় আনছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোক্তার হোসেন বলেন, করোনার সংক্রমন থেকে লোকজনকে মুক্ত রাখতে সরকারের নির্দেশ মেনে চলার জন্য প্রশাসন মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

যারা সরকারের নির্দেশ উপেক্ষা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনে ২ জুলাই শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক না পরার অপরাধে ১৬ জনের বিরুদ্ধে ৭টি মামলা দেয়া হয়েছে এবং ২ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।

১লা জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। সারা দেশে ভয়াবহ অবস্থায় মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনেও দেশে করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। তাই কোন মানুষ নিজেকে করোনার হাত থেকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  জুড়ীতে শাহিনা রেস্টুরেন্টে দুই নারীসহ জনতার হাতে ম্যানেজার আটক