মানিকগঞ্জ জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ - News Portal 24
ঢাকাFriday , ১৬ জুলাই ২০২১

মানিকগঞ্জ জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৬, ২০২১ ৪:০১ অপরাহ্ন
Link Copied!

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ থেকে:: মানিকগঞ্জে অসহায় কর্মহীন দুই হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ্য থেকে খাদ্যসহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ চত্ত্বরে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যন গোলাম মহীউদ্দীন বলেন, করোনাকালিন সময়ে লকডাউন থাকার কারনে অনেক পরিবার কষ্টে আছেন। বর্তমান সরকারের সময় কোন মানুষ না খেয়ে মারা যাবে না। প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ্য থেকে জেলা পরিষদের মাধ্যমে বিগত দিনেও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রীর পাশাপাশি এবার স্বাস্থ্য সুরক্ষাও বিতরণ করা হচ্ছে।