অনলাইন ডেস্ক:: মাদারীপুরের শিবচরে পাট ক্ষেতের ভেতরে নিয়ে ৫ম শ্রেণীর শিশুকে ধ’র্ষ’ণের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে ধ’র্ষ’ক শাহজামাল মালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক শাহজামাল ধ’র্ষ’ণের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।
মামলার বিবরণে জানা যায়, ‘জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামের বাসিন্দা স্থানীয় বাবনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ওই শিক্ষার্থী গত ৪ জুলাই বিকেলে দূর সম্পর্কের আত্বীয় এক কিশোরের সাথে নিজেদের এলাকায় ঘোরোফেরা করছিল।’
তারা দুই জন একটি পাট ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় একই গ্রামের শাহজামাল মাল তাদের পথরোধ করে ওই শিক্ষার্থীর সাথে থাকা কিশোরকে চড় থাপ্পর মেরে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়।
ওই স্কুল শিক্ষার্থী এসময় চলে যেতে চাইলে ধ’র্ষ’ক শাহজামাল মাল তার মুখ চেপে ধরে পাশের পাট ক্ষেতে নিয়ে তাকে জোরপূর্বক ধ’র্ষ’ণ করে। ধ’র্ষ’ণের বিষয়টি কাউকে বললে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ছেড়ে দেয় শাহজামাল।
শাহজামালের ভয়ে ঘটনার পরদিন ওই শিক্ষার্থী একই ইউনিয়নের ফেলু হাজীর কান্দি গ্রামে তার খালা বাড়ি চলে যায়। গত ৬ জুলাই বিকেলে ধ’র্ষ’ক শাহজামাল ওই শিক্ষার্থীর বাড়ি গিয়ে ওই শিক্ষার্থীর সাথে কথা আছে বলে তার পরিবারের কাছে জানায়।
মেয়েটি বাড়ি না থাকায় শাহজামাল চলে যায়। ওই দিনই মেয়েটির বাবা তার খালা বাড়ি থেকে তাকে আনতে গেলে সে বাড়ি ফেরার কথা শুনে কাঁদতে থাকে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী ধ’র্ষ’ণের বিষয়টি তার পরিবারের লোকদের জানায়।
পরে মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করে।
মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে চরবাচামারা গ্রামের নিজ বাড়ি থেকে ধ’র্ষ’ক শাহজামালকে গ্রেফতার করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন বলেন, ‘ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর এক ঘন্টার মধ্যেই আসামী শাহজামালকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামী ধ’র্ষ’ণের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।’