ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে – News Portal 24
ঢাকাThursday , ২২ জুলাই ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে

নিউজ পোর্টাল ২৪
জুলাই ২২, ২০২১ ৪:৪৪ পূর্বাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাহমুদকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

(২০ জুলাই) রাতে পুলিশ সদর দফতর থেকে বদলি সংক্রান্ত আদেশের অনুলিপি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছায়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আশুগঞ্জের ওসিকে জনস্বার্থে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বদলির আদেশটি পুলিশ সুপার কার্যালয়ে আসে। তবে এখনো নতুন কাউকে আশুগঞ্জ থানায় পদায়ন করা হয়নি।’

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে বদলির হিড়িক পড়ে।

ইতোমধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন, জেলা বিশেষ শাখার (ডিএসবি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ওসি আব্দুর রহিম, পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান, পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ, সরাইল থানার ওসি নাজমুল আহমেদ ও বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান এবং খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বদলি হয়েছেন।

এছাড়া একইভাবে ১৩ জন উপ-পরিদর্শককে একযোগে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। জেলা শহর জুড়ে স্মরণকালের তাণ্ডব চালালেও পুলিশ প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া শহরে হামলা ঠেকাতে ব্যর্থ হয়। এরপর থেকে পুলিশের ব্যর্থতাকে দায়ী করে পুলিশ সুপারের অপসারণের দাবি তুলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

তবে ঘটনার ৪ মাস পার হয়ে গেলেও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান এখনও বহাল তবিয়তে রয়েছে। এ নিয়ে জেলায় ক্ষোভ বিরাজ করছে। বিশেষ করে জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বিষয়টিকে ভালোভাবে দেখছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বলেন, কোনো বাহিনী যদি ব্যর্থ হয় তার দায়ভার বাহিনীর প্রধানের ওপর বর্তায়। কিন্তু জুনিয়র, সিনিয়র লেভেলের একাধিক কর্মকর্তা বদলি হলেও বাহিনীর প্রধানের বহাল তবিয়তে থাকায় বিষয়টি রহস্যের সৃষ্টি হয়েছে। জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে দুই তরুণীকে আবাসিক হোটেলে আটকে রেখে পালাক্রমে ‘ধর্ষণ’