ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাটে ডিবি পুলিশ পরিচয়ে দোকান পাট বন্ধ করে দেয়া যুবক মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুলবাড়ী- বালারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত যুবকের নাম দিলিপ রায় (৩৫)। তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরামসেন গ্রামের রমেশ চন্দ্রের ছেলে।
বালারহাটের ব্যবসায়ী রেজাউল, আ. কুদ্দুস সহ স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩টার দিকে কাঁচাবাজারে ঢুকে নিজেকে ডিবি পুলিশ দাবী করে সব দোকান বন্ধ করে দেন দিলিপ। এক পর্যায়ে মোটরসাইকেলে চড়ে ইউপি সড়কের দোকান গুলোর সামনে এলে কয়েকজন লোক তার পরিচয় জানতে চান। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে ফুলবাড়ী অভিমুখে রওয়ানা দেন তিনি। প্রায় ৫ শ’ মিটার যেতে না যেতেই নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে মাথা ফেটে এবং মুখমন্ডল,হাত ও পা ছিলে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পরে আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে অটোরিকশা যোগে ফুলবাড়ী হাসপাতালে পাঠায় এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি হেফাজতে রাখে।
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি থানায় নিয়ে যান।
ফুলবাড়ী থানার এসআই এনামুল হক জানান, মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।