ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর – News Portal 24
ঢাকাTuesday , ১৩ জুলাই ২০২১

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৩, ২০২১ ১১:২১ পূর্বাহ্ন
Link Copied!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘরের মাকড়সার জাল ঝাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কবিরমামুদ পঞ্চায়েত টারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর নাম নাছরিন সুলতানা(২৭)। তিনি ওই গ্রামের মিঠু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে ঘরের ভিতর মাকড়সার জাল পরিস্কার করছিলেন ওই গৃহবধূ। ঘরের সংযোগে বিদ্যুতের তার ছিদ্র থাকায় ওই তারে হাত লেগে এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মধ্যেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ী সীমান্তে আটক দিনমজুর বাংলাদেশিকে তিন ঘন্টা পর ফেরত দিল বিএসএফ