ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু – News Portal 24
ঢাকাSunday , ১১ জুলাই ২০২১

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১১, ২০২১ ২:০৮ অপরাহ্ন
Link Copied!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম নওদাবস (হিন্দু পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম সুবর্না (৬)। সে ওই গ্রামের শ্রী শুবল চন্দ্র রায়ে মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ীর উঠানে খেলতে খেলতে শিশুটি বাড়ীর পাশের পুকুরে কখন যে পড়ে ডুবে যায় তা কেউই জানেন না। কিছুক্ষন পর শিশুটির খোঁজ হলে এদিক সেদিক খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ীর লোকজন পুকুরের পানিতে শিশুটির ভাসমান লাশ দেখতে পায়। পরে চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন পুকুরে নেমে শিশুটির লাশ উদ্ধার করে।

বড়ভিটা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু