ঢাকাWednesday , ১৪ জুলাই ২০২১

ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় আটক ৬ জুয়াড়ী

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৪, ২০২১ ১০:৩০ পূর্বাহ্ন
Link Copied!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী ইউনিয়নের চর রোশন শিমুলবাড়ী গ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ৬ জুয়াড়ীকে আটক করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গভীর রাতে ওই গ্রামের একটি পাট ক্ষেত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আলমগীর হোসেন (৩২), পিতা মৃত দুলাল মিয়া, লিটন মিয়া (২৬), পিতা মৃত মোসলেম উদ্দিন উভয়ের গ্রাম রামপ্রসাদ, শফিকুল ইসলাম (৩৬), পিতা মৃত আজগার আলী গ্রাম পূর্ব ধনিরাম (গেটের বাজার) আঃ মালেক (৩৬), পিতা মৃত কান্দুরা মামুদ, নয়ন ইসলাম (২৫) পিতা আ: হক গ্রাম কবির মামুদ, রতন মিয়া (২৬) পিতা মো. সাবের আলী গ্রাম শিমুলবাড়ী।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, জুয়া আইনে মামলা দায়ের করে আটককৃতদের বুধবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ সুরমায় বাস কাউন্টার থেকে নারী-পুরুষ গ্রেফতার