ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ছিটের নিচে ৪ কেজি গাঁজা ঢুকিয়ে পাচারের সময় একটি গ্লামার মোটরসাইকেলসহ ১ জনকে পুলিশ হাতেনাতে আটক করেছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা দোলের পাট এলাকার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
এ সময় ওই যুবকের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। আটক যুবকের নাম অন্তর কুমার রায়(১৯)। তিনি ওই এলাকার যতিন্দ্র রায়ের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আটক আসামীকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।