পাকুন্দিয়ায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত – News Portal 24
ঢাকাSunday , ১৮ জুলাই ২০২১

পাকুন্দিয়ায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৮, ২০২১ ৫:৪৯ অপরাহ্ন
Link Copied!

মোকারিম হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন জাঙ্গালিয়া ইউনিয়ন ইসলামী আর্দশ ছাত্র পরিষদ উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মিসবাহুল কোরআন আর্দশ নূরানী মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।

জামিয়া হুসাইনীয়ার শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম।

জাঙ্গালিয়া বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. আল-আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাস্টার মীর আশরাফ আলী, আলফাজ উদ্দিন, হাফেজ খাইরুল ইসলাম, মাওলানা শহীদুল্লাহ মাস্টার, নৌশের আহম্মেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হাফেজ আলমগীর, সহ সভাপতি রাকিবুল আলম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অত্র সংগঠনের সভাপতি হাফেজ আলমগীর হোসেন আমাদের কে জানায়ঃ আমাদের সংগঠন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন। কুইজের মাধ্যমে অজানা অনেক কিছু শিখা যায়। ফলে মেধার বিকাশ ঘটে। প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে।

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য আমরা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছি। মেধাতালিকার মাধ্যমে আমরা প্রথম ৪০ জনকে পুরুস্কারের ব্যবস্থা করেছি।

মোকারিম/পাকুন্দিয়া

আরও পড়ুনঃ  জুড়ীতে শাহিনা রেস্টুরেন্টে দুই নারীসহ জনতার হাতে ম্যানেজার আটক