পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আর্জেন্টিনা ভক্তের মৃত্যু – News Portal 24
ঢাকাWednesday , ৭ জুলাই ২০২১

পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আর্জেন্টিনা ভক্তের মৃত্যু

নিউজ পোর্টাল ২৪
জুলাই ৭, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলায় বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্বপন মণ্ডল (৩৫) নামের এক সমর্থকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে।

মৃত স্বপন মণ্ডলের বাড়ি উপজেলার খোর্দ্দ রসুলপুর গ্রামে। তিনি ওই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।

মৃতের স্বজনেরা জানান, “স্বপন মিয়া তাঁর বাড়ির ছাদে উঠে পতাকা টাঙ্গাচ্ছিলেন। এ সময় অসাবধানতা বশত তিনি ৩৩ কেভি বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে ছিটকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় ফতেই মারা যান তিনি।”

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এমন ঘটনা খুবই দুঃখজনক।”