ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নিলুর কবরে এনপিপির শ্রদ্ধা – News Portal 24
ঢাকাMonday , ১৯ জুলাই ২০২১

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নিলুর কবরে এনপিপির শ্রদ্ধা

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৯, ২০২১ ৮:১৪ পূর্বাহ্ন
Link Copied!

মারুফ সরকার, ঢাকা:: নানা কর্মসূচির মধ্য দিয়ে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় এনপিপি’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এনপিপি ও এনডিএফ এর সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শকত হোসেন নিলুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

এ সময় এনপিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, এনডিএফ ভুক্ত শরীক দল জাগপা’র সভাপতি এ কে এম মহিউদ্দিন আহমেদ বাবলু ও ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, মো. আনিসুর রহমান দেওয়ান, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, যুগ্ম মহাসচিব মো. এমাদুল হক রানা, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী হাওলাদার রনি, কে এম সামসুল আলম মিশুক প্রমুখ উপস্থিত ছিলেন।