মারুফ সরকার, ঢাকা:: ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ও লোহাগড়া থানার সভাপতি ফজলুল হক মানিকের মা লায়লা বেগমের মৃত্যুতে এনপিপি’র চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শনিবার (১৭ জুলাই) বিকালে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ও লোহাগড়া থানার সভাপতি ফজলুল হক মানিকের মা লায়লা বেগম বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ি লোহাগড়ায় মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
নেতৃদ্বয় মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।