নেইমার বলছেন, শিরোপা জিতবে ব্রাজিল – News Portal 24
ঢাকাWednesday , ৭ জুলাই ২০২১

নেইমার বলছেন, শিরোপা জিতবে ব্রাজিল

নিউজ পোর্টাল ২৪
জুলাই ৭, ২০২১ ৯:১৭ অপরাহ্ন
Link Copied!

স্পোর্টস ডেস্ক:: অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের চাওয়া। প্রত্যাশা ছিল কোপা আমেরিকার স্বপ্নের এক ফাইনালে খেলবে দুটি দল। প্রথম সেমিফাইনাল জিতে সেই মঞ্চটা সাজিয়ে রেখেছিল স্বাগতিক ব্রাজিল।বাকি ছিল শুধু আর্জেন্টিনার প্রত্যাশা পূরণের। দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়েই তারা নিশ্চিত করেছে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। আর কোপা আমেরিকা টুর্নামেন্টে ১৪ বছর পর ফাইনালে মুখোমুখি হচ্ছে “আর্জেন্টিনা-ব্রাজিল”।

এদিকে, প্রথম সেমিফাইনাল জিতে নেইমার নিজের সমর্থনের কথা বললেও মুচকি হেসে কিন্তু তাতিয়ে দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকদের, ‘আমি আর্জেন্টিনাকে চাই। কারণ ওদের ওখানে আমার অনেক বন্ধু আছে। তবে ফাইনাল ম্যাচে কিন্তু ব্রাজিলই জিতবে।’

১১ জুলাই রবিবার ভোর ৬টায় শিরোপা লড়াইয়ে মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। 

কোপার ফাইনালে এর আগেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ২০০৭ সালে আর্জেন্টিনাকে ৩-০ গোলে তারা উড়িয়ে দিয়েছিল।

২০১৯ সালের কোপা আমেরিকা টুর্নামেন্টের সেমিফাইনালেও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় ব্রাজিল।

২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫টি বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটায় কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা।

এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।

তবে পরিসংখ্যানও বলছে, ঘরের মাঠে হলেই কোপার শিরোপা জিতবে ব্রাজিল!সেটি বাস্তবায়নে ব্রাজিল নিজেদের কাজটা ঠিকমতোই করেছে পেরুকে সেমিফাইনালে হারিয়ে।

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে। কলম্বিয়ার সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলেও টাইব্রেকারে আর্জেন্টাইনদের জিতিয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।তার বীরত্বেই শুটআউটে ৩-২ গোলে জিতে ফাইনালে পৌঁছেছে মেসিবাহিনী।

যে দলটি ২৮ বছরে একটিও শিরোপা জেতেনি। তবে ২০১৫, ২০১৬ সালেও কোপার শিরোপা মঞ্চে গিয়ে ব্যর্থ হওয়ায় অতীতের দায় মেটাতে স্বপ্ন দেখছেন তারা।তাদের স্বপ্নের পরিধি আরও বেড়েছে মেসির কল্যাণে।

এবারে যে গতিতে তিনি এগিয়ে চলেছেন, তাতে শিরোপা মঞ্চে মেসি-নেইমার দ্বৈরথে ফাইনালটা হয়ে উঠতে পারে রোমাঞ্চকর।

বাংলাদেশের ফুটবল ভক্তদের বড় অংশই এই দুই দেশের সমর্থক । বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো আসর চলাকালীন সময়ে ফুটবল ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা কাজ করে। ফাইনালে ম্যাচে এই উত্তেজনার পারদ আরও উত্তপ্ত হবে তাতে কোন সন্দেহ নেই।

-ইন্টারনেট থেকে সংকলিত।