গর্ভবতী মায়েরা কি করোনার টিকা নিতে পারবেন? এর উত্তর জেনে নিন – News Portal 24
ঢাকাSaturday , ১৭ জুলাই ২০২১

গর্ভবতী মায়েরা কি করোনার টিকা নিতে পারবেন? এর উত্তর জেনে নিন

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৭, ২০২১ ৫:২৫ অপরাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারি মানুষের জীবনযাত্রা পাল্টে দিয়েছে। এ সময় আমাদের উচিত আরও সতর্ক হওয়া এবং শরীরের প্রতি অধিক যত্নবান হওয়া।

সে ক্ষেত্রে করোনার ঠিকা নেওয়াও জরুরি। অনেকে প্রশ্ন করেন, গর্ভবতী মায়েরা কি করোনার টিকা নিতে পারবেন?

এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জয়শ্রী সাহা।

সঞ্চালক ডা. মুনা তাহসিনের প্রশ্নের জবাবে ডা. জয়শ্রী সাহা বলেন, ‘একটা সময় ছিল যখন ভ্যাকসিন কেবল আসতে শুরু করেছে, তখন কিন্তু একটা কন্ট্রাইন্ডিকেশন ছিল যে প্রেগন্যান্ট মায়েরা অথবা ল্যাকটেটিং মায়েরা ভ্যাকসিন দিতে পারবে না। কিন্তু এখন আরসিইউজি, ফিগো—বিভিন্ন গাইডলাইনে যেটা আমাদের দিকনির্দেশনা দিচ্ছে, সেটা হলো যে প্রেগন্যান্ট মায়েরাও কিন্তু সাধারণ জনগণের মতোই ভ্যাকসিন নেবে এবং তাদের জন্যও শিডিউল একই রকম। ল্যাকটেটিং মাদারদের জন্যও আসলে ভ্যাকসিনের কোনো তারতম্য নেই। তারা কোভিড ভ্যাকসিন নিতে পারবে এবং তাদের জন্যও ডোজ শিডিউল একই থাকবে। আর যাঁরা এখন প্রেগন্যান্সি ট্রাই করছেন, যাঁরা এক্সপেক্টিং মাদার অথবা যাঁরা এখন প্রেগন্যান্সির জন্য প্ল্যান করছেন, তাঁরাও নিশ্চিন্তে কোভিড ভ্যাকসিন নিতে পারেন।

সূত্র: এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘ডাক্তার আছেন আপনার পাশে’ থেকে নেওয়া।