নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি, জানালেন শিক্ষামন্ত্রী – News Portal 24
ঢাকাThursday , ১৫ জুলাই ২০২১

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি, জানালেন শিক্ষামন্ত্রী

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৫, ২০২১ ৫:৪৭ পূর্বাহ্ন
Link Copied!

করোনা সংক্রমণ বিবেচনা করে সিদ্ধান্ত; পরীক্ষা নেওয়া সম্ভব না হলে ‘সাবজেক্ট ম্যাপিং’

ডেস্ক রিপোর্ট:: সংক্ষিপ্ত সিলেবাসে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ২০২১ সালের এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষার আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে করোনা সংক্রমণের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

পরীক্ষা নেওয়া সম্ভব না হলে এসাইনমেন্ট মূল্যায়ন, পূর্ববর্তী পরীক্ষার নম্বর দিয়ে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে ফলপ্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। সমমানের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসৃত হবে।

কারিগরি শিক্ষার্থীদের জন্যেও একই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি আজ (১৫ জুলাই) সকালে প্রেস বিফ্রিং করে এই সিদ্ধান্তসমূহ জানিয়ে দেন।

এ সময় ফরম পূরণ, সংক্ষিপ্ত পরীক্ষা ও ফি সংক্রান্ত বিষয়েও আলোকপাত করেন মন্ত্রী। চলমান এসাইনমেন্ট কার্যক্রম মূল্যায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।