ডেস্ক রিপোর্ট:: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০১ জনের মৃত্যু হয়েছে। এটি এ যাবৎকালের ২৪ ঘণ্টায় সর্বাধিক ব্যক্তির মৃত্যু। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫শ’ ৯৩ জনে।
আজ বুধবার (০৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “সারাদেশে ২৪ ঘণ্টায় পুরুষ মৃত্যুবরণ করেছে ১১৯ জন। এ নিয়ে দেশে মোট পুরুষ মৃত্যুবরণ করেছে ১১ হাজার দুজন। এ ছাড়া নারী মৃত্যুবরণ করেছে ৮২ জন। এ নিয়ে মোট নারী মৃত্যু বরণ করেছেন চার হাজার ৫৯১ জন।”
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১১ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৭৭ হাজার ৫৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে পাঁচ হাজার ৯৮৭ জন। আর এ নিয়ে দেশে মোট আট লাখ ৫০ হাজার ৫০২ জন করোনা থেকে সুস্থ হলো।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮শ’ ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী।
সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ ২ হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।